Tamil Nadu: গ্রেফতার শ্রীলঙ্কার ৩ মৎস্যজীবী!

মাঝ সমুদ্র থেকে শ্রীলঙ্কার ৩ মৎস্যজীবীকে গ্রেফতার করল উপকূলরক্ষী বাহিনী।

author-image
Aniruddha Chakraborty
New Update
113

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার ৩ মৎস্যজীবীকে গ্রেফতার করল তামিলনাড়ুর উপকূলরক্ষী বাহিনী। তামিলনাড়ুর  নাগাপাট্টিনাম জেলার ভেদারনয়ম উপকূল থেকে মৎস্যজীবীদের গ্রেফতার করেছে উপকূল বাহিনী।

সূত্রে খবর, ৩ জন মৎস্যজীবী যারা ইঞ্জিন খারাপ হওয়ার কারণে মাঝ সমুদ্রে আটকে পড়েছিল, প্রথমে তাদের উদ্ধার করা হয় তামিলনাড়ু উপকূল বাহিনীর তরফে এবং পরে গ্রেফতার করা হয়।