যমের দুয়ার থেকে ফিরে আসা! বিভীষিকাময় অভিজ্ঞতা

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন (Balasore Train Accident) দুর্ঘটনার তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন  একই পরিবারের তিন সদস্য। তাঁরা এই দুর্ঘটনা থেকে কোনওক্রমে বেঁচে তাদের বাড়িতে ফিরেছেন। 

author-image
SWETA MITRA
New Update
train survivor.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন (Balasore Train Accident) দুর্ঘটনার তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন  একই পরিবারের তিন সদস্য। তাঁরা এই দুর্ঘটনা থেকে কোনওক্রমে বেঁচে তাদের বাড়িতে ফিরেছেন।  সুব্রত পাল, দেবশ্রী পাল এবং তাঁদের সন্তানকে নিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মালুবাসন গ্রামের থাকেন। বালাসোরে ভয়াবহ দুর্ঘটনার আগে তারা তাদের ছেলেকে ডাক্তার দেখানোর জন্য চেন্নাই নিয়ে যাচ্ছিলেন। সুব্রত পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "আমরা গতকাল খড়গপুর স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এরপর বালাসোর স্টেশনের পর ট্রেনটি ধাক্কা খায়। তারপর আমরা দেখলাম বগিটি ধোঁয়ায় ভরে যাচ্ছে। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। স্থানীয় লোকেরা আমাকে সাহায্য করতে এসেছিল এবং তারা আমাকে ধ্বংসাবশেষ থেকে বের করে এনেছিল। যেন ভগবান আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন।‘