/anm-bengali/media/media_files/g2YbgtggUn9grMlIJVpX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। এক শিশুর মাথা থেঁতলে, গলার নলি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। মগরকাঠা গ্রামে তিন নাবালক তাদের আরেক নাবালক বন্ধুকে সাইকেলের চেইন দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। আর অভিযুক্তদের বয়স আনুমানিক ১২ বছর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে নাবালকের শ্বাসরোধ করে, তারপর পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় অভিযুক্তরা। ইতিমধ্যে মধ্যপ্রদেশের সিওনি জেলায় দীপাংশু ওরফে দীপু ভরদ্বাজকে (১২) হত্যার অভিযোগে তিন নাবালক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাঁদের জুভেনাইল কোর্টে হাজির করা হয়। সিওনি জেলার বারঘাট থানার ইনচার্জ প্রসন্ন শর্মা জানিয়েছেন, তিন নাবালকের সঙ্গে তাদের বন্ধু দীপুর কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। এরপরেই রাগের মাথায় দীপুকে হত্যা করে সেই তিনজন নাবালক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us