New Update
/anm-bengali/media/media_files/5MANBUR5Y6tD3WkcYZ3N.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃ বহু বিতর্কের পর সোমবার রাতে রাজ্যসভায় পাস হয়ে গেল দিল্লি পরিষেবা বিল। এদিন রাতে দিল্লি পরিষেবা বিল নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পরিষেবা বিল ছাড়াও মণিপুর ইস্যু নিয়ে বিরোধীদের আক্রমণ করেন অমিত শাহ। রাজ্যসভার অধিবেশন ৮ আগস্ট, মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সোমবার রাতে রাজ্যসভার অধিবেশন শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সংসদ থেকে বেরিয়ে যান। দেখুন ভিডিও-
#WATCH | Union Home Minister Amit Shah, Leader of the House (Rajya Sabha) Piyush Goyal and BJP national president JP Nadda leave from the Parliament. pic.twitter.com/Pz2w41Dd2x
— ANI (@ANI) August 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us