New Update
/anm-bengali/media/media_files/xTT7yXPRsDDUJVWEfFDh.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের ঝাড়সা ফ্লাইওভারে একটি ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে।
উত্তরপ্রদেশের সাহিবাবাদ জেলার বাসিন্দা উমেশ পাল পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি স্যান্ট্রো গাড়িতে গাজিয়াবাদ থেকে ভিওয়াড়ি যাচ্ছিলেন। পথে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ির একটি টায়ার পাঞ্চার হয়ে যায়। গাড়িটি চালাচ্ছিলেন তার আত্মীয় জনিপাল। গাড়িটির টায়ার পরিবর্তন করার সময় পেছন থেকে আসা টাটা ৪০৭ ক্যান্টার গাড়িটিকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে পলাতক ঘাতক গাড়ির চালক। অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us