এবার ট্যুইটারের সমর্থন করলেন কপিল সিবাল

 ট্যুইটারের প্রাক্তন সিইওর সমর্থন করলেন কপিল সিবাল। কেন্দ্র সরকারকে নিশানা করেছেন তিনি। 

author-image
Aniket
New Update
kapil sibal

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের 'চাপ' নিয়ে টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসির দাবির বিষয়ে এবার কেন্দ্র সরকারকে নিশানা করেছেন কপিল সিবাল রাজ্যসভার সাংসদ কপিল সিবাল বলেছেন "প্রথমত, আমি জানতে চাই কেনও জ্যাক ডরসি এমন বিবৃতি দেবেন? রাজীব চন্দ্রশেখর বলেছেন যে এটি মিথ্যা। কেন ডরসি মিথ্যা বলবেন? তারা ট্যুইটারকে হুমকি দিয়েছিল যখন বিক্ষোভ চলছিল, তারা তাদের অফিস বন্ধ করে দেবে এবং ট্যুইটারের তৎকালীন কর্মচারীদের উপর অভিযান চালাবে, জ্যাক ডরসির এই বিষয়ে মিথ্যা বলার কোনও কারণ নেই। তারা দাবি করেন, প্রত্যেকেই মিথ্যাবাদী, কারণ তারা সত্য মেনে নিতে পারে না।