এবার ভারতীয় সেনার 'অপারেশন মহাদেব', শুরু অভিযান

ভারতীয় সেনার 'অপারেশন মহাদেব' শুরু।

author-image
Aniket
New Update
Indian Army

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের লিডওয়াস এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নামল ভারতীয় সেনার চিনার কর্পস। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মহাদেব’, যা ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমনে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

INDIAN ARMY

সেনা সূত্রে জানা গেছে, লিডওয়াস ও সংলগ্ন জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু হয়েছে। তল্লাশি চালাতে আকাশ ও মাটির পর্যায়ে যৌথ বাহিনী নামানো হয়েছে। ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে চরমপন্থীদের আস্তানা ধ্বংস ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নই লক্ষ্য বলে জানিয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে অভিযান চলছে এবং সেনা কর্তৃপক্ষ পরবর্তী আপডেট সরবরাহ করবে বলে জানিয়েছে।