/anm-bengali/media/media_files/VVbf7LgfPt1VY7Y5OltI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারের পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকার হত্যাকাণ্ডের বিষয়ে রাজনৈতিক তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই হত্যাকাণ্ড প্রসঙ্গে সরাসরি নীতিশ কুমারের নাম জড়িয়ে ট্যুইট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি ট্যুইট করে বলেন, "বিজেপি এবং নীতিশ কুমার মিলে বিহারকে 'ভারতের অপরাধের রাজধানী'তে পরিণত করেছে"। রাহুল গান্ধীর এই ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল আরও বৃদ্ধি পেয়েছে। ট্যুইট রাজনৈতিক ঘিরে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিহারের দলগুলি। এরমধ্যে এই হত্যাকাণ্ডকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বিরোধী দলগুলি।
"...BJP and Nitish Kumar together have turned Bihar into 'India's crime capital'," says Congress MP and LoP Lok Sabha Rahul Gandhi on the murder of businessman Gopal Khemka in Bihar's Patna. pic.twitter.com/ILhDNATynL
— ANI (@ANI) July 6, 2025