এবার হত্যাকাণ্ড প্রসঙ্গে সরাসরি নাম জড়ানো হল নীতিশ কুমারের- বিহার থেকে আজকের সবথেকে বড় খবর

কি জানা যাচ্ছে বিহার থেকে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
NITISH KUMARD.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকার হত্যাকাণ্ডের বিষয়ে রাজনৈতিক তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই হত্যাকাণ্ড প্রসঙ্গে সরাসরি নীতিশ কুমারের নাম জড়িয়ে ট্যুইট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

t


তিনি ট্যুইট করে বলেন, "বিজেপি এবং নীতিশ কুমার মিলে বিহারকে 'ভারতের অপরাধের রাজধানী'তে পরিণত করেছে"। রাহুল গান্ধীর এই ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল আরও বৃদ্ধি পেয়েছে। ট্যুইট রাজনৈতিক ঘিরে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।

m


উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিহারের দলগুলি। এরমধ্যে এই হত্যাকাণ্ডকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বিরোধী দলগুলি।