এবার কর্মসংস্থান মেলা থেকেও কংগ্রেসকে নিশানা করলেন মোদী

এবার কর্মসংস্থান মেলা থেকে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

author-image
Aniket
New Update
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের কর্মসংস্থান মেলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, "দেশের নাগরিকরা ২০১৪ সালের আগের দিনগুলি ভুলতে পারে না যখন ব্যাপক কেলেঙ্কারি এবং দুর্নীতি ছিল। আজ, গরিবরা তার অংশের টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন"। তিনি আরও বলেছেন, "নীতি আয়োগের একটি রিপোর্ট অনুসারে, ১৩.৫ কোটি মানুষ পাঁচ বছরে দারিদ্র্যসীমার ওপরে চলে গেছে। এই বছর দাখিল করা আই-টি রিটার্নের আরেকটি রিপোর্ট ৯ বছরে গড় আয় বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। দেশের নাগরিকরা কর দিতে এগিয়ে আসছে। তারা প্রচুর সংখ্যায় আসছে। তারা (নাগরিক) জানে যে তাদের ট্যাক্স দেশের উন্নয়নে ব্যবহার করা হচ্ছে"। উল্লেখ্য, এনডিএ-এর বিরুদ্ধে ইন্ডিয়া জোট গঠনের পর থেকে কংগ্রেস তথা বিরোধী জোটের বিরুদ্ধে বারংবার নিশানা শানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কড়া মন্তব্যে ইতিপূর্বেই বিরোধী জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ফের একবার সেই একই পথে হাঁটলেন তিনি। আর এই বিষয়কেই কটাক্ষ করছেন বিরোধী নেতা ও নেত্রীরা। তারা দাবি করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন বিরোধী জোট ইন্ডিয়াকে। তবে বিরোধী জোটকে শূন্য বলেই দাবি করা হচ্ছে বিজেপির নেতা ও নেত্রীদের তরফে।