এবার বিজেপি, সঞ্জয় রাউত

মারাঠি ভাষা নিয়ে আন্দোলনকারীদের ‘সন্ত্রাসবাদীর’ সঙ্গে তুলনা বিজেপির মানসিকতার প্রতিফলন: সঞ্জয় রাউত।

author-image
Aniket
New Update
sanjay rautty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সঞ্জয় রাউতের নিশানায় এবার বিজেপি। শিব সেনা (উদ্ধব বলঠাকরে গোষ্ঠী) নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেন, "কয়েকজন ব্যক্তি মারাঠি সংস্কৃতি ও ভাষাকে মেনে নিতে চান না... মহারাষ্ট্রে যদি মারাঠি ভাষা না থাকে, তবে সেটা থাকবে কোথায়? পাকিস্তানে, বাংলাদেশে, না নেপালে?"

তিনি আরও কড়া ভাষায় বিজেপি নেতা আশীষ শেলারের সমালোচনা করে বলেন, "যদি কেউ কোনো ভাষার পক্ষে আন্দোলন করে, আর তাকে পাহালগামের সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করা হয়, তাহলে তা সম্পূর্ণ ভুল এবং এটা বিজেপির সংকীর্ণ মানসিকতা প্রমাণ করে।" রাউতের এই মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।