এই অধিবেশন বিজয়োৎসবের অধিবেশন, জবাবী ভাষণ শুরু মোদীর

বিকালে জবাবী ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
498456-modi-ls-speech

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদের এক ব্যস্ততম দিন। দুপুরে জবাবী ভাষণ রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এবার বিকালে জবাবী ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি বলেছিলাম যে এটি ভারতের 'বিজয়োৎসব'-এর একটি অধিবেশন। আমি যখন 'বিজয়োৎসব'-এর কথা বলছি, আমি বলতে চাই - ইয়ে 'বিজয়োৎসব' আতঙ্কি হেডকোয়ার্টার কো মিট্টি মে মিলানে কা হ্যায় (এই বিজয়োৎসব সন্ত্রাসের হেডকোয়ার্টারকে মাটিয়ে মিশিয়ে দেওয়ার উৎসব)”।