সবচেয়ে খারাপ রাজনীতিবিদের তকমা পেলেন এই নেতা- কে ইনি?

সবচেয়ে খারাপ রাজনীতিবিদের তকমা পেলেন কোন নেতা?

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: ডিএমকে নেতা এ রাজাকে সবচেয়ে খারাপ রাজনীতিবিদের তকমা দিলেন প্রাক্তন এআইএডিএমকে মন্ত্রী সেলুর কে রাজু। তিনি ডিএমকে নেতা এ রাজার মন্তব্যের প্রসঙ্গে বলেছেন, "এ রাজা সবসময় বিতর্কিত কিছু বলেন এবং তিনি সবচেয়ে খারাপ রাজনীতিবিদ। টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে আমরা বিরক্ত ছিলাম। তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর এবং জে জয়ললিতার মতো প্রয়াত নেতাদের সম্পর্কে খারাপ কথা বলছেন। তাই তাকে মানুষ হিসেবে সম্মান করবেন না। মোদী বিজেপি নেতাদের বাজপেয়ী ও আডবাণী শাসন নিয়ে বড়াই করেননি। জয়ললিতাকে নিয়ে বড়াই করে, মোদি এমন লোকদের প্রতারিত করতে চান যারা এডিএমকে-কে ভোট দিতে পারে। সেটা হবে না। তামিলনাড়ুর মানুষ কখনই বিজেপিকে মেনে নেবে না"।

Add 1

স্ব

Addd 3

স

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .