সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্যে- বিজেপির এই রাজ্যকে নিয়ে বলে দেওয়া হল- জানুন একবার

কোন রাজ্যকে নিয়ে বলা হল?

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির অন্যতম বড় রাজ্য বিহার। এনডিএ জোটের সঙ্গে এক হয়ে বিহারে সরকার চালায় বিজেপি। বিহারে এই বছরই রয়েছে নির্বাচন। তার আগে বড় দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বিহারকে সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্য বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, "গত ২০ বছরে, বিহার সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্যে পরিণত হয়েছে। যতক্ষণ না পরিবর্তন আসে, বিহার এইভাবেই থাকবে। আমরা তরুণ, আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে, বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি রোডম্যাপ আছে।" তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।