'' এটি কোনও অর্থ পাচারের মামলা নয়, রাজনৈতিক তছরুপের মামলা '' দাবী বিআরএস নেত্রী কে কবিতার

অর্থ তছরুপ মামলায় ইডি হেফাজত শেষে বিআরএস নেত্রী।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির আবগারি নীতি অর্থ তছরুপ মামলায় ইডি হেফাজত শেষে বিআরএস নেত্রী কে কবিতাকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়, তিনি বলেন, "এটি কোনও অর্থ পাচারের মামলা নয়, রাজনৈতিক তছরুপের মামলা। এটি একটি বানোয়াট ও মিথ্যা মামলা। আমরা পরিষ্কার হয়ে বেরিয়ে আসব। '' 

BRS leader K Kavitha moves SC in money laundering case arising out of Delhi  excise policy

 

Add 1