ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হলেন ইনি- শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু- কি নাম জানেন? কি বলা হল?

কি বললেন লকেট?

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিসকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার এই বিষয়ে শুভেচ্ছার ট্যুইট করে বার্তা দিলেন লকেট চ্যাটার্জি। ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হয়েছেন জাস্টিস বি.আর গাভাই।

এই বিষয়ে লকেট বলেছেন, "ভারতের সাংবিধানিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলস্টোন জাস্টিস বি.আর গাভাই ভারতের সুপ্রিম কোর্টের ৫২ তম চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, এই পদে অধিষ্ঠিত প্রথম বৌদ্ধ হন। এটি সেই একই দশকে ঘটে যখন ভারত তার প্রথম উপজাতি রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল। এগুলি হল অন্তর্ভুক্তির সংজ্ঞা যা বিজেপি সরকারের অধীনে উদ্ভূত হয়েছে। এই মাইলস্টোনগুলি সাংবিধানিক কর্তৃত্বের সর্বোচ্চ স্তরে সম্প্রসারণে প্রতিনিধিত্ব এবং অন্তর্ভুক্তির প্রতিফলন ঘটায়"।