এবারের স্বাধীনতা দিবস, বীরত্বের সম্মান পেলেন অপারেশন সিঁদুরের সাথে জড়িত যোদ্ধারা

পুরষ্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৪ জন কীর্তি চক্র, ৪ জন বীর চক্র, ৮ জন শৌর্য চক্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
operation sindoor

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসে দুই ঊর্ধ্বতন ভারতীয় সেনা কর্মকর্তাকে সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বীরত্ব পুরষ্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৪ জন কীর্তি চক্র, ৪ জন বীর চক্র, ৮ জন শৌর্য চক্র।

ভারতীয় বিমান বাহিনীর ২৬ জন কর্মকর্তা ও বায়ুসেনাকে বায়ু সেনা পদক (বীরত্ব) প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অভিযানে অংশগ্রহণকারী ফাইটার পাইলট এবং S-400 এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী কর্মকর্তা ও কর্মীরা যা ভারতীয় মাটিতে পাকিস্তানের পরিকল্পনা করা সমস্ত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে।

GyT0_3yWwAALgj7