মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিকেই চাই ! এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন এই হেভিওয়েট নেত্রী ?

বড় যোগদান হবে বিজেপিতে ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন বিধায়ক পূজা পাল। আর এবার বিজেপিতে যোগদান করার বিষয়ে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। তিনি বলেন,''আমার স্বামী যেদিন মারা যান, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করব। আমি সেই দলকেই সমর্থন করব, যারা মাফিয়াদের দমন করতে পারে।"

yogipuja

এরপরেই তিনি বলেন,''আমার বর্তমান আদর্শ বিজেপির আদর্শের সঙ্গে মিলে যায়। এই কারণেই আমি বিজেপির কাজের প্রশংসা করেছি। বিজেপি মাফিয়া রাজের অবসান ঘটাচ্ছে।'' অর্থাৎ নিজের কথার মাধ্যমেই বিজেপিতে যোগদান করার ইঙ্গিত দিয়ে রাখলেন পূজা পাল।