আতিশির বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট ! বড় তথ্য ফাঁস করে দিলেন মন্ত্রী আশীষ সুদ

আতিশির বিরুদ্ধে বড় তথ্য ফাঁস করে দিলেন মন্ত্রী আশীষ সুদ।

author-image
Debjit Biswas
New Update
Atishi kejriwal.webp

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লির বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে, আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনার করা  টুইটের জবাবে, নিজের প্রতিক্রিয়া জানালেন দিল্লির মন্ত্রী আশীষ সুদ। তিনি বলেন, "আতিশি অভিযোগ করেছেন যে তাঁর বাড়িতে নাকি  বিদ্যুৎ চলে গিয়েছিল, কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে তিনি এমন একজন ব্যক্তি, যিনি দুটি ফিডার থেকে বিদ্যুৎ সংযোগ পান। যদি একটি ফিডার বিকল হয়েও যায়, তাহলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়।"

Ashish-Sood_015-1536x1035-1

এরপর বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের সরকার কোনও চাপের মুখে কাজ করবে না।''