/anm-bengali/media/media_files/2025/11/09/screenshot-2025-11-09-1-pm-2025-11-09-13-52-38.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্য গঠনের ২৫ বছর পূর্তিতে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার স্মৃতিমেদুর ও আবেগঘন ভাষণ দেন। তিনি উত্তরাখণ্ড রাজ্য আন্দোলনে প্রাণ হারানো শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “এই রাজ্যের যে সন্তানরা আন্দোলনের সময় প্রাণ দিয়েছেন, তাঁদের ত্যাগ উত্তরাখণ্ডের ভিত্তি শক্ত করেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সবাই জানেন, উত্তরাখণ্ডের প্রতি আমার সংযোগ কত গভীর। যখনই আমি আধ্যাত্মিক সফরে এখানে এসেছি, পর্বতের মানুষদের সংগ্রাম, কঠোর পরিশ্রম আর প্রতিকূলতাকে জয়ের উদ্যম আমাকে অনুপ্রাণিত করেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/09/screenshot-2025-11-09-m-2025-11-09-13-45-34.png)
মোদি স্মৃতিচারণ করে বলেন, “উত্তরাখণ্ডে কাটানো দিনগুলো আমাকে রাজ্যের অসীম সম্ভাবনা দেখিয়েছে। তাই বাবা কেদারনাথ দর্শনের পর আমি বলেছিলাম— ‘এই দশক উত্তরাখণ্ডের’। এটি কোনো সাধারণ কথা ছিল না, বরং আমি বলেছিলাম সম্পূর্ণ বিশ্বাস নিয়ে— রাজ্যের মানুষ তা প্রমাণ করবে।”
তিনি আরও বলেন, “উত্তরাখণ্ডের মানুষ পরিশ্রমী, সাহসী ও আত্মনির্ভরশীল। তাঁদের ঐক্যই আগামী দিনে রাজ্যকে ভারতের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে।”
#WATCH | Dehradun, Uttarakhand: Prime Minister Narendra Modi says, "On this occasion, I also pay tribute to the martyrs of Uttarakhand who sacrificed their lives during the movement... You all know how deep my attachment to Uttarakhand is. Whenever I came here on spiritual… pic.twitter.com/EQuxgCcCkJ
— ANI (@ANI) November 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us