New Update
/anm-bengali/media/media_files/TqiT0G7Fu6yO7cl36R0a.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন ডেপুটি সিএম ও আরজেডি নেতা তেজস্বী যাদব এবার লোকসভা নির্বাচনের প্ৰচারের সময় বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বিহারের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে চলছে আরজেডি।
/anm-bengali/media/media_files/kXIsNbj3vldXES3Pz20J.jpg)
তবে প্রশ্ন থাকছেই, তেজস্বী যাদবের দলকে কি ভরসা করবে বিহার? বিহার এনডিএ-এর শক্ত ঘাঁটি। মধ্যে নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছাড়লেও, সেই বন্ধন আবার জুড়ে নিয়েছেন তিনি। এখন তো সময় বলবে যে, বিহারে আরজেডি মানুষের মন কতটা জয় করতে পারে?
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us