নিজস্ব সংবাদদাতা:কিছুক্ষন আগে জানা যায় যে নিউ দিল্লি রেলস্টেশনে পদদলনের মতো পরিস্থিতি তৈরী হয়। নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে একটি কল এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন।
এবার এই বিষয়ে এল নতুন আপডেট। কোনও পদদলিত হওয়ার ঘটনা ঘটেনি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এটা একটা গুজব মাত্র। উত্তর রেল দুটি পরিকল্পিত বিশেষ ট্রেন চালাচ্ছিল প্রয়াগরাজের জন্য। CPRO উত্তর রেলওয়ে এই তথ্য দিয়েছেন।