/anm-bengali/media/media_files/6kKD6obFhVlZfIjeCFhX.png)
নিজস্ব সংবাদদাতা: সুদানে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিন কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন ৩৬০ জন ভারতীয়। চরম বিভীষিকার মধ্যে দিন কেটেছে তাদের। বারংবার ভারত সরকারের কাছে দেশে ফেরার জন্য আবেদন করেছেন তারা। অবশেষে দেশে ফিরতে পেরেছেন তারা। আজ দিল্লি বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করেছে। সুদান থেকে প্রথমে তাদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফিরে আনন্দে "ভারত মাতা কি জয়, ভারতীয় সেনা জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ" স্লোগান দিয়েছেন তারা। ইতিমধ্যেই সামনে এসেছে তাদের সেই ভিডিও। দেখুন তাদের আনন্দের মুহূর্তের সেই ভিডিও-
#WATCH | 'Bharat Mata Ki Jai', Indian Army Zindabad, PM Narendra Modi Zindabad' slogans chanted by Indian nationals as they arrive in Delhi from conflict-torn Sudan. pic.twitter.com/Uird0MSoRx
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us