/anm-bengali/media/media_files/2025/08/18/screenshot-2025-08-185-pm-2025-08-18-13-02-51.png)
নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া আক্রমণ শানালেন তেলেঙ্গানার মন্ত্রী পোন্নম প্রভাকর। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার বদলে কমিশন তাঁকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
মন্ত্রী প্রভাকর বলেন, “রাহুল গান্ধী যখন কোনও ইস্যু উত্থাপন করেন, তখন নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেই বিষয়ে দেশের জনগণকে আশ্বস্ত করা। অথচ তারা হুমকি ও ভয় প্রদর্শন করে তাঁর কণ্ঠ রোধ করতে চাইছে। এটা কখনও সম্ভব নয়।”
/anm-bengali/media/post_attachments/b01d15dd-e23.png)
তিনি আরও দাবি করেন, “আজ গোটা দেশ রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। কমিশনের এই ভয় দেখানোর রাজনীতি সফল হবে না।”
রাজনৈতিক মহলে প্রভাকরের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষত, বিরোধী শিবিরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
#WATCH | Hyderabad: Telangana Minister Ponnam Prabhakar says, "When Rahul Gandhi raised an issue, the Election Commission, instead of clarifying the issue, is trying to silence Rahul Gandhi's voice by threatening and intimidating him. This is not going to happen...The entire… pic.twitter.com/8xXC35BtFQ
— ANI (@ANI) August 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us