বৈদ্যুতিক শিল্পে বিপ্লব এসেছে মধ্য প্রদেশে ! বড় দাবি করলেন নরেন্দ্র মোদি

কি দাবি করলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
narendra modiio1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটে নিজের বক্তব্য রাখতে গিয়ে মধ্য প্রদেশ নিয়ে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "মধ্য প্রদেশ বৈদ্যুতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বর্তমানে রাজ্যটি বিদ্যুৎ উদ্বৃত্ত (Power Surplus) অবস্থায় রয়েছে। বর্তমানে এই রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩১,০০০ মেগাওয়াট, যার ৩০% ক্লিন এনার্জি থেকে আসে।'' এরসাথে সাথেই তিনি বলেন, ''রেওয়া সোলার পার্ক দেশের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প, এবং এর পাশাপাশি এখানে ওঙ্কারেশ্বর ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টও সফলভাবে নির্মিত হয়েছে।