ওয়াকফ বিলে সংশোধন প্রয়োজন, এই বিল স্বচ্ছতা আনবে ! বড় দাবি করলেন সৈয়দ নাসেরুদ্দিন চিস্তি

তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে বলেন, "প্রধানমন্ত্রী মোদির কারণেই ‘সৌগাত-এ-মোদি’ কিট ২২ লাখ মানুষের কাছে পৌঁছেছে।"

author-image
Debjit Biswas
New Update
NASERUDDIN CHISTI

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বিল সংশোধনী প্রসঙ্গে বড় মন্তব্য করলেন অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান, সৈয়দ নাসেরুদ্দিন চিস্তি। তিনি বলেন, ''ওয়াকফ বিলে সংশোধন প্রয়োজন। আমি আশা করি এই বিল স্বচ্ছতা আনবে।''

NASERUDDIN

এর পাশাপাশি তিনি বলেন,  "আমরা এমন এক দেশে বসবাস করছি, যেখানে গঙ্গা-যমুনার সংস্কৃতি বিরাজমান। গতকাল ছিল চেটি চাঁদ, এখন চলছে নবরাত্রি, আর আজ ঈদ-উল-ফিতর। আমি নিশ্চিত যে সারা দেশজুড়ে,সমস্ত সম্প্রদায়ের মানুষই আজ একে অপরকে শুভেচ্ছা জানাবে। একসঙ্গে মিলেমিশে থাকাই  আমাদের দেশের সংস্কৃতি এবং এটিই আমাদের শক্তি।"