১-২ কোটি মানুষ ধর্মান্তরিত! এবার আইন সংশোধনের ডাক

মহা-সম্মেলন বাতিল প্রসঙ্গে বিরাট মন্তব্য করলেন লোকসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুন্ডা।

New Update
j

file pic

নিজস্ব সংবাদদাতাঃ অন্য ধর্মাবলম্বী এসটি সম্প্রদায়ের সদস্যদের 'তালিকা থেকে বাদ দেওয়ার' দাবিতে মহা-সম্মেলন বাতিল প্রসঙ্গে লোকসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুন্ডা বলেছেন, "প্রায় ১-২ কোটি মানুষ ধর্মান্তরিত হয়েছেন। আইনে একটি সংশোধনী হওয়া উচিত, যাতে তফসিলি জাতিগুলো ধর্মান্তরিত হলে তারা যেভাবে সংরক্ষণের সুবিধা পায় না, তফসিলি উপজাতি থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া লোকদের ক্ষেত্রেও একই রকম হওয়া উচিত।"

hire