New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: গোটা নভেম্বর মাস জুড়ে ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ভারতের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানায় হবে ভোট গণনা। বর্তমানে ভোট গণনা শুরু হয়েছে। এখন দেখার দিন শেষে কোন রাজ্যে কোন দল সরকার গঠন করে।
Counting of votes for Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Telangana Assembly elections begins. pic.twitter.com/Raj87zBuaI
— ANI (@ANI) December 3, 2023