/anm-bengali/media/media_files/2024/11/23/hrTuNZ8V0NCaqvAq9bDg.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাডে ৩ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জয় তো দূরের কথা তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। নব্যা হরিদাস এবার এই বিষয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "যখন এই গণনা শুরু হয়েছিল, আমাদের প্রত্যাশা ছিল কারণ আমরা কেবল ওয়ানাডের উন্নয়নের কথা বলে জনগণের সাথে যোগাযোগ করেছি। এ নির্বাচনের সময় উন্নয়নমুখী নির্বাচনী প্রচারণা করা হচ্ছিল। আমরা আশা করেছিলাম যে উন্নয়নের জন্য জনগণ তাদের মন অনুযায়ী কাজ করবে।
/anm-bengali/media/post_attachments/a198f694-e2c.png)
কিন্তু দুর্ভাগ্যবশত, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। আমরা যে স্তরে আশা করেছিলাম বিজেপি সেই স্তরে পৌঁছতে পারেনি। গত ৫ বছরে আমরা যদি দেখি, কোনো খাতে কোনো কাজ হয়নি। ওয়ানাডের মানুষ কয়েক দশক ধরে মেডিকেল কলেজের জন্য আকাঙ্ক্ষিত ছিল কিন্তু তাও বাস্তবায়িত হয়নি। আরো ৫ বছরও এমন হবে। প্রিয়াঙ্কা ভাদ্রাও ওয়ানাড সফর করবেন। তাই এই প্রচারণায় জনগণকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছিলাম। কিন্তু এবার আমরা জিততে পারিনি।”
#WATCH | #WayanadByElection | Congress' Priyanka Gandhi Vadra is leading here by a margin of 3,19,199 votes. BJP candidate Navya Haridas is trailing in third position.
— ANI (@ANI) November 23, 2024
Navya Haridas says, "While this counting started, we were having expectations because we approached the people… pic.twitter.com/dOWchQfe0O
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us