New Update
/anm-bengali/media/media_files/7F8SxRn0rDsvp0iCBJwD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ উত্তর পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীরের মধ্যে ট্রেন পরিষেবাকে আরও সুগম করতে আজ ১৯ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রেনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে, আগরতলা-সাব্রুম ডেমু ট্রেন, গুয়াহাটি- দুল্লবছেরা এক্সপ্রেস ট্রেন, শিলচর পর্যন্ত গুয়াহাটি- সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, আগরতলা পর্যন্ত কামাখ্যা- লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস,বাদ্গাম -বানিহাল ভিস্তাডোম কোচ পরিষেবার শুভ সূচনা করবেন তিনি।
উত্তর - পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরে রেল সংযোগের সম্প্রসারণ শুভ সূচনা করবেন মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব #RaiIInfra4Northeast#ActEast#RailInfra4JammuandKashmirসরাসরি সম্প্রচার : https://t.co/GgZZBuh5T6pic.twitter.com/hbg3OnFY0s
— Eastern Railway (@EasternRailway) October 19, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us