অব্যবস্থার চূড়ান্ত ! হস্টেলের খাবারে মিলল আস্ত ব্যাঙ

খাবার প্রসঙ্গে একজন লিখেছেন ঠিক কোন সময়ে আমি হস্টেলের খাবারে ব্লেড পাব এটা একটু বলুন। অপর একজন লিখেছেন সরকারি হস্টেলে ক্যান্টিনের খাবার একেবারে খারাপ।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে (KIIT) শোরগোল। হস্টেলের খাবারে পাওয়া গেল এক আস্ত ব্যাঙ (Frog In Food)। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্সে' এক ব্য়ক্তি সেই ঘটনার কথা শেয়ার করেছেন। তারপর থেকেই অনেকেই এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কীভাবে খাবারের মধ্য়ে ব্যাঙ গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

 

এই ছবি দেখে শিউরে উঠেছেন নেট নাগরিকরা (Social Media)। আরিয়ান্স নামে ওই ব্য়ক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা হল কেআইটি ভুবনেশ্বর। ৪২ তম জায়গায় রয়েছে। ইঞ্জিনিয়ারিং (Engineering College) ডিগ্রি পাওয়ার জন্য বাবা মায়েরা তাঁদের সন্তানদের এখানে পাঠান। খরচ করেন ১৭.৫ লাখ টাকা। আর সেই কলেজের হস্টেলে এমন খাবার পরিবেশন করা হয়। এবার ভেবে দেখুন কেন পড়ুয়ারা সব বিদেশে চলে যেতে বাধ্য হয়।

তবে বিষয়টি জানার পরে কলেজ কর্তৃপক্ষ মেস পরিষেবাকারীদের একদিনের টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।