/anm-bengali/media/media_files/2024/10/22/BrQH0Q7KlMcX4H0M0sCQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন একেবারে বদলে গেছে। প্রবল ঝড়-বৃষ্টির পর তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। বিশেষ করে পুরুলিয়া জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা ওঠানামা করলেও, চলতি মাস থেকেই দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা ঠান্ডার আমেজ অনুভূত হতে শুরু করবে।
/anm-bengali/media/media_files/gOMnjWeF2chE3xySl43v.jpg)
আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, এবং কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। উৎসবের দিনগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বিশেষত ভাইফোঁটায় দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই।
/anm-bengali/media/media_files/B9SWszZGTFIpnMCRe0YO.jpg)
অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও কমবে।
/anm-bengali/media/media_files/EHApZcWcHIP7GJtD7OvR.jpg)
মোটকথা, দক্ষিণবঙ্গবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। ঝড়-বৃষ্টির দাপট কমেছে, আর শীত আসার জন্য অপেক্ষা করতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us