মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পদত্যাগ, রাতেই জানা গেল বড় খবর

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠছে। এবার এই বিষয়ে বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী শম্ভুরাজ দেশাই।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Eknath Shinde

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পদত্যাগের বিষয়ে এবার বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী শম্ভুরাজ দেশাই। তিনি জানিয়েছেন, পদত্যাগ করবেন না একনাথ শিন্ডে।

Shambhuraj Desai Has Now Become The Cabinet Minister Of The Same Department  In Which He Was The Minister Of State | Shambhuraj Desai : शंभुराज देसाई  ज्या खात्याचे राज्यमंत्री होते त्याच खात्याचे

তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পদত্যাগের প্রশ্নই ওঠে না। আমাদের ২০০ জনেরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে এবং তার প্রতি কোনও নেতাই অসন্তুষ্ট নয়। সকলেই একনাথ শিন্ডের নেতৃত্বে বিশ্বাসী"।