New Update
/anm-bengali/media/media_files/YC07KQZsJxEEYTyVQsZ4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য চলতি বছরের কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট সূত্রে জানা গিয়েছে যে, এবার ইলিশ মাছের দামের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
/anm-bengali/media/post_attachments/10cdd732209c84114da28e11f7d5c01f6c46e891554ff8fa3237e8d05cec4c56.jpg)
শুধু ইলিশ মাছই না, অন্যান্য সামুদ্রিক মাছের দামের ওপরেও এই ছাড় দেওয়া হয়েছে। এই ঘোষণায় মাছের আড়ত ব্যবসায়ী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী সকলেই খুশী। দাম কমার ফলে ক্রেতাদের মুখেও হাসি ফুটে উঠেছে।
/anm-bengali/media/post_attachments/56e4f857d9af55f612e0831209039139651ea8187b951eb20dd9e84fb21142c2.jpg)
বাংলার মাছ বাজার সূত্রে জানা গিয়েছে যে, পাঁচশ গ্রাম ওজনের ইলিশ মাছ বর্তমানে ৬০০-৭০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আগামী দিনে আরও দাম কমার সম্ভাবনা আছে।
/anm-bengali/media/post_attachments/94855ea7788b6174f8420b99137b06c61434d2f853eb09613309d0fb2698e19e.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us