/anm-bengali/media/media_files/2025/08/25/screenshot-2025-08-25-pm-2025-08-25-13-55-37.png)
নিজস্ব সংবাদদাতা: সদ্য আনা বিলকে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা। তিনি বলেন, “যখন সমগ্র দেশ নৈতিকতা ও সুশাসনের এই অস্ত্রকে স্বাগত জানিয়েছে, তখন হাতে গোনা কয়েকটি বিরোধী দল প্রকাশ্যে বলছে যে তারা নৈতিকতার পাশে নয়, নির্লজ্জতার পাশে। কিছু বিরোধী বলছে তারা ক্ষমতার সঙ্গে আছে, এমনকি এই বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিকেও বয়কট করছে।”
/anm-bengali/media/post_attachments/59a79af2-1f5.png)
পুনাওয়াল্লা আরও তীব্র সুরে যোগ করেন, “যাঁদের তিহাড়ে দেখতে চাইত, আজ তাঁদের সঙ্গেই বসে বলছে সরকার তিহাড় থেকেই চলুক, আর ঠিক সেটাই করেছে—১৫০ দিন ধরে তিহাড় থেকে সরকার চালিয়েছে। যারা একসময় রাজনীতিতে বিপ্লব আনতে এসেছিল, আজ তাঁদের চেহারা সবার সামনে স্পষ্ট।”
বিজেপি মুখপাত্রের এই মন্তব্যে সংসদীয় অন্দরে এবং রাজনৈতিক মহলে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
#WATCH | Delhi: BJP spokesperson Shehzad Poonawalla says, "When the whole country has welcomed the introduction of this weapon of morality and good governance, a handful of opposition parties is openly saying that they do not stand with morality but with shamelessness... A… pic.twitter.com/KzTfVRwzGD
— ANI (@ANI) August 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us