/anm-bengali/media/media_files/wVbCdAas6PkwyON2A4ad.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের দুঁদে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন। সেই সঙ্গে তার কন্যা সুকন্যা মন্ডলও তিহাড় জেলে বন্দি। বর্তমানে তিহাড় জেলই এখন তাদের বসবাসের ঠিকানা। অনুব্রত মণ্ডলের স্ত্রী প্রয়াত হয়েছেন অনেক বছর আগে। তাই কার্যত তাদের বাড়ি এখন প্রায় ফাঁকাই থাকে। তবে এই ভোটের মধ্যেই দেখা গেল অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে উড়ছে কমলা পতাকা। এই কমলা পতাকা ওড়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। অন্যদিকে বিজেপিও এর কটাক্ষ করতে ছাড়েনি।
/anm-bengali/media/post_attachments/c9332a8ffc436c2dc7476906be19286b871ff6d0952e6e4f89651fb22e65147d.png)
বিজেপি নেতা অমিত মালব্য, অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদের একটি ভিডিও তার ' এক্স ' হ্যান্ডেলের শেয়ার করে লিখেছেন, '' শেষমেষ সব পাপীই শান্তির সন্ধানে প্রভু রামের পায়ে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং কুখ্যাত অপরাধী অনুব্রত মণ্ডলও তার ব্যতিক্রম নয়। তিহার জেলে বন্দি রয়েছে অনুব্রত মণ্ডল। তাকে কার্যত ত্যাগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চতুর্থ দফার ভোটের আগে তার বাড়ির ছাদে ভগবান রামের গেরুয়া পতাকা উড়ছে। ''
Eventually, all sinners find peace in the feet of Prabhu Ram.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 11, 2024
Mamata Banerjee’s close aide and dreaded criminal Anubroto Mondal is no exception. Lodged in Tihar and disowned by the Bengal Chief Minister, Mondal’s house in Birbhum, just before polling in Phase 4, hosts Bhagwan… pic.twitter.com/9iSwF6KCV2
/anm-bengali/media/post_attachments/fa6e1bf6f3485a11c9fea185c7a8094e2845eaf90cbb7c9a6d3c39216a8907af.jpg?w=414)
বিজেপি নেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র। তিনি বলেছেন, '' গেরুয়া শিবিরের কেউ নিশ্চয়ই বদমায়েশি করে ওই ঝান্ডাটা কেষ্ট মন্ডলের বাড়ির ছাদে লাগিয়ে দিয়েছে। বাপ বেটি বাড়িতে নেই, এর সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে এই ব্যাপারে অভিযোগ জানাতে হবে। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us