মসজিদে আজানের পাল্টা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাংসদ নবনীত রানা ও তার বিধায়ক স্বামী।
নিজস্ব সংবাদদাতা : হনুমান চালিশা মামলায় ফের হাজিরা এড়ালেন অমরাবতীর সাংসদ নবনীত রানা এবং তার স্বামী এবং বিধায়ক রবি রানা।মুম্বাই সেশন কোর্টে রানা দম্পতির আজ হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তা করেননি তারা। একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন তারা। রীতিমতো ক্ষুব্ধ আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।
Hanuman Chalisa case | Amravati MP Navneet Rana and her husband and MLA Ravi Rana were ordered to appear before Mumbai Sessions Court today but they failed to do so. The court had raised an objection to their repeated absence during the hearing, in the last hearing.