হাজিরা এড়ালেন সাংসদ! হতে পারে কি কড়া পদক্ষেপ?

মসজিদে আজানের পাল্টা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাংসদ নবনীত রানা ও তার বিধায়ক স্বামী।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023
As

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : হনুমান চালিশা মামলায় ফের হাজিরা এড়ালেন  অমরাবতীর সাংসদ নবনীত রানা এবং তার স্বামী এবং বিধায়ক রবি রানা।মুম্বাই সেশন কোর্টে রানা দম্পতির আজ হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তা করেননি তারা। একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন তারা। রীতিমতো ক্ষুব্ধ আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।