এই বিষয়ে বিজেপি মন্ত্রী যে ভুল করেছেন, আজ সেই একই সিনিয়র এসপি নেতাও করেছেন, যা লজ্জাজনক এবং নিন্দনীয়- কি বলা হল?

কি বলা হল?

author-image
Aniket
New Update
MAYAWATI hj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিএসপি প্রধান মায়াবতী টুইট করে বড় বার্তা দিয়েছেন।

mayawati1

তিনি বলেছেন, "পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের বীরত্বে সমগ্র দেশ ঐক্যবদ্ধ এবং গর্বিত। এমন পরিস্থিতিতে ধর্ম ও বর্ণের ভিত্তিতে সেনাবাহিনীকে বিচার/বিভক্ত করা অত্যন্ত অন্যায্য। এই বিষয়ে বিজেপি মন্ত্রী যে ভুল করেছেন, আজ সেই একই সিনিয়র এসপি নেতাও করেছেন, যা লজ্জাজনক এবং নিন্দনীয়।"