উঠে যাবে চিরাচরিত প্রথার মাদ্রাসা বোর্ড,মূল ধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ! ঐতিহাসিক পদক্ষেপের পথে উত্তরাখন্ড

বড় পদক্ষেপ নিতে চলেছে উত্তরাখন্ড।

author-image
Debjit Biswas
New Update
MADRASA

নিজস্ব সংবাদদাতা : এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে উত্তরাখন্ড সরকার। উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড (Madrasa Board) কার্যত সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মূল ধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে উত্তরাখন্ড সরকার। এই বিষয়ে উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (অবসরপ্রাপ্ত) উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা বিল ২০২৫-এ প্রয়োজনীয় অনুমোদনও দিয়ে দিয়েছেন।

Pushkar Singh Dhami

এই বিল কার্যকর হওয়ার পর, রাজ্যে পরিচালিত সমস্ত মাদ্রাসাকে নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করতে হবে:

১. স্বীকৃতি গ্রহণ: মাদ্রাসাগুলিকে অবশ্যই উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ (Uttarakhand Minority Education Authority)-এর কাছ থেকে স্বীকৃতি নিতে হবে।

২. বোর্ডের সঙ্গে যুক্ত হওয়া: সেগুলিকে উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন (Uttarakhand Board of School Education)-এর সঙ্গে যুক্ত হতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে উত্তরাখণ্ডের রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষার্থীদের সাধারণ স্কুলিং পদ্ধতির আওতায় নিয়ে আসতে চাইছে, যাতে তারা মূল ধারার শিক্ষাব্যবস্থার সুবিধা লাভ করতে পারে।