File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কাশ্মীরের কুলগামের অপ আখাল (OP AKHAL) অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গতরাত জুড়ে তীব্র গুলির লড়াই অব্যাহত ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাত জুড়ে সংঘর্ষ এবং মাঝেমধ্যে ভারী গোলাগুলির ঘটনা ঘটেছে।
সূত্র অনুযায়ী, সতর্ক সেনা সদস্যরা সুনির্দিষ্ট ও কৌশলী জবাব দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন এবং সন্ত্রাসীদের পালানোর রাস্তা বন্ধ করে দেন। এখনও পর্যন্ত একজন সন্ত্রাসবাদীকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/02/gxryqwjaiau5udo-2025-08-02-09-07-09.jpeg)
এলাকায় যৌথ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সন্ত্রাসবাদীদের অবস্থান শনাক্ত করার জন্য একাধিক স্তরে অনুসন্ধান চালাচ্ছে। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, অপারেশন যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।
OP AKHAL, Kulgam
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) August 1, 2025
Contact established in General Area Akhal, Kulgam. Joint Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IApic.twitter.com/d2cHZKiC61
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us