চরম দুর্নীতি? দ্বিতীয় দিনেও অব্যাহত আয়কর তল্লাশি

চেন্নাইয়ের ক্রোমপেটের বালাজি ও রেলা হাসপাতালেও তল্লাশি চালানো হয়। হাসপাতালগুলির মালিক ডিএমকে সাংসদ এস জগৎরক্ষকন।

author-image
SWETA MITRA
New Update
dmk mp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে আয়কর বিভাগের (IT Raid) তল্লাশি অভিযান। জানা গিয়েছে, আজ শুক্রবার চেন্নাইয়ে ডিএমকে (DMK MP) সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস জগৎরক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে আয়কর বিভাগ। ডিএমকে সাংসদদের বাসভবনে তল্লাশি চলছে, যদিও তিনি তাঁর বাসভবনের ভিতরে রয়েছেন। ডিএমকে সাংসদের বাড়িতে এটি আয়কর বিভাগের তল্লাশি অভিযানের দ্বিতীয় দিন। বৃহস্পতিবারআয়করবিভাগপ্রাক্তনকেন্দ্রীয়মন্ত্রীরসাথেযুক্ত৪০টিরওবেশিজায়গায়তল্লাশিচালায়।আইটিঅভিযানেরসময়, কাঞ্চিপুরমেরদেভারিয়াম্বাক্কামএবংএলায়নারভেলুরএলাকায়পরিচালিতদুটিব্রুয়ারীএবংকাঞ্চিপুরমেরওয়ালজাবাদেডিএমকেসাংসদেরচাচাতোভাইকুপ্পানেরবাড়িতেওতল্লাশিচালানোহয়েছিল।