New Update
/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত ক্রমেই বেড়ে চলেছে। এবার জম্মু-কাশ্মীরের সোফিয়ানে একজন সক্রিয় জঙ্গির বাড়ি পুরোপুরি ধ্বংস করে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। গতকাল ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে,জম্মু ও কাশ্মীরের সোফিয়ান জেলার ওয়ানডিনা, জাইনাপোরা এলাকার এক সক্রিয় জঙ্গি আদনান শফির বাড়ি ধ্বংস করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/27/RyqCkUfu5Ssy0kSB9XMe.jpeg)
পুলিশ সূত্রে জানা গেছে, আদনান শফি প্রায় এক বছর আগে একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। এরপর থেকেই এই এলাকায় অতিরিক্ত নজরদারি ও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
Shopian, Jammu and Kashmir | The house of an active terrorist, Adnan Shafi of Wandina, Zainapora, was destroyed. He had joined the terrorist organisation a year ago.
— ANI (@ANI) April 27, 2025
(Source: Shopian Police) pic.twitter.com/0PdLvMbvw0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us