BREAKING: ভারতের প্রত্যাঘাত ! সোফিয়ানে ফের এক জঙ্গির বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা

ফের ধ্বংস করা হল এক সক্রিয় জঙ্গির বাড়ি।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত ক্রমেই বেড়ে চলেছে। এবার জম্মু-কাশ্মীরের সোফিয়ানে একজন সক্রিয় জঙ্গির বাড়ি পুরোপুরি ধ্বংস করে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। গতকাল ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে,জম্মু ও কাশ্মীরের সোফিয়ান জেলার ওয়ানডিনা, জাইনাপোরা এলাকার এক সক্রিয় জঙ্গি আদনান শফির বাড়ি ধ্বংস করা হয়েছে।

TERRORIST

পুলিশ সূত্রে জানা গেছে, আদনান শফি প্রায় এক বছর আগে একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। এরপর থেকেই এই এলাকায় অতিরিক্ত নজরদারি ও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।