/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-1-pm-2025-11-08-13-06-17.png)
নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক ঐক্য ও সাংস্কৃতিক সৌহার্দ্যের এক গভীর প্রতীকী উদ্যোগে আজ ভোরে ভারতের পালম এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ ভুটানের থিম্পুতে নিয়ে যাওয়া হয়েছে। এই অবশেষগুলি, যা বর্তমানে নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত, আগামী ৮ থেকে ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত জনসমক্ষে প্রদর্শিত হবে।
/anm-bengali/media/post_attachments/e7381b52-e89.png)
এই প্রদর্শনীটি থিম্পুতে আয়োজিত গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভ্যাল (GPPF)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিশ্বশান্তি ও মানবতার আরোগ্যের জন্য প্রার্থনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক-এর ৭০তম জন্মবার্ষিকীর সঙ্গেও মিলিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভুটানই বিশ্বের একমাত্র বজ্রযান বৌদ্ধ রাজ্য।
ভারতের পক্ষ থেকে এই পবিত্র অবশেষের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ড. বিরেন্দ্র কুমার, কেন্দ্রীয় সমাজ ন্যায় ও অধিকারিতা মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় উচ্চপদস্থ ভিক্ষু ও সরকারি প্রতিনিধি দলের সদস্যরা।
#WATCH | Delhi | In a profound gesture of spiritual and cultural fellowship, the sacred relics of Lord Buddha, enshrined at the National Museum in New Delhi, were taken to the Kingdom of Bhutan for a public exposition from 8th to 18th November, 2025, early this morning, on an… https://t.co/9cYxKYK9jqpic.twitter.com/jkid6rDo0s
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us