ছট পুজোর আবেদন খারিজ করল হাইকোর্ট

ছট পুজোর ব্রততে সূর্যই উপাস্য। সেই সঙ্গে পুজো হয় ছট্টি মাইয়ার। একে ছটলক্ষ্মীও বলা হয়। মূলত অবাঙালিদের পুজো হলেও বাংলায় ছট নিয়ে মহা সমারোহ। এই পুজোয় উপবাস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘ ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ যমুনা তীরে ছট পুজোর আয়োজনের অনুমতি চেয়ে দিল্লি হাই কোর্টে একটি আবেদন করেছিল ছট পুজো সংগ্রাম সমিতি। তবে জানা গিয়েছে যে, হাইকোর্ট এই আবেদনকে খারিজ করে দিয়েছে। 

hiren