নিজস্ব সংবাদদাতাঃ সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে সেক্টর শ্রীগঙ্গানগরের শ্রীকরণপুরে একটি পাকিস্তানি ড্রোন দ্বারা ফেলে দেওয়া ২.২ কেজির সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
বিএসএফ দাবি করেছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক টাকা ১২ কোটি টাকা। আরও তল্লাশি অভিযান চালু আছে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)