সীমান্তে উদ্ধার হল হেরোইন-পাক ড্রোন, নেপথ্যে কোন নাসশকতার ছক ?

বিএসএফ সৈন্যরা শুনতে পায় পাকিস্তানের একটি ড্রোন সীমান্তের বেড়ার আগে কৃষিক্ষেত্রে মাদকদ্রব্য ফেলছে। তল্লাশি অভিযানের সময়, তরন তারানের কলসিয়ান খুর্দ গ্রামে সন্দেহভাজন হেরোইনের একটি চালান উদ্ধার করা হয়েছে।

author-image
Adrita
New Update
x

নিজস্ব সংবাদদাতাঃ সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে সেক্টর শ্রীগঙ্গানগরের শ্রীকরণপুরে একটি পাকিস্তানি ড্রোন দ্বারা ফেলে দেওয়া ২.২ কেজির সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে।

hiring.jpg

বিএসএফ দাবি করেছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক টাকা ১২ কোটি টাকা। আরও তল্লাশি অভিযান চালু আছে।

 

 

hiring 2.jpeg