/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের একবার নিজের সমালোচককে কড়া প্রতিক্রিয়া দিলেন তথাগত রায়। ইতিপূর্বে তিনি ট্যুইট করে বলেন, "ভদ্রতায় সভ্যতায় সংস্কৃতিতে বাঙালির মুখে কষিয়ে থাপ্পড় মারলো পাশের রাজ্য ওড়িশা। রাজনীতির পালাবদল হলো। কিন্তু কোন রক্তপাত নেই। বোমা নেই। ঘর পোড়ানোর গন্ধ নেই। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নেই। বরং এক নবীনের সঙ্গে আর নবীনের মধুর সম্পর্ক আছে। বাংলার সব থেকে বড় মিথ্যা বোধহয় এটাই যে বাঙালিরা সভ্যতা ও সংস্কৃতি প্রিয়।সভ্যতা মানে যেমন দাসত্বের জীবন নয় তেমনই সংস্কৃতির অর্থ শুধু ছ্যাবলামো আর সিরিয়াল নয়। আমাদের এই ভাবনার অধঃপতনের মূল কারন বাংলায় আমরা যাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক মনে করি তারা বেশিরভাগ হীন চরিত্র, মধ্যমেধার সুযোগ সন্ধানী এবং তাঁবেদারি সর্বস্ব বিক্রীত মস্তিস্ক। এরাই বাংলার বুদ্ধিজীবী নামে খ্যাত। আবার অন্যান্য রাজ্যের সাধুসন্ত সমাজের যে চারিত্রিক দৃঢ়তা এখানে সেটাও নেই।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
যার উত্তরে এক ব্যক্তি রিট্যুইট করে বলেন, "কিন্তু ষণ্ডসংস্কৃতির ধারক বিজেপি অনুগামী Hindian পদলেহী আবালবৃদ্ধ বাঙালি রামছাগলগুলো তো আরও নিকৃষ্ট। একটি ভূতপূর্ব বাঙালি গভর্ণরকে দেখে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা সত্যিই আতঙ্কিত"। তারই প্রতিক্রিয়া দিয়েছেন তথাগত রায়। তিনি ওই ব্যক্তিকে জবাব দিয়ে বলেন, "ছবি দেখে তো নেহাত খোকা মনে হচ্ছে না । অতএব পূর্ব পাকিস্তান / বাংলাদেশে বাঙালি হিন্দুর উপর বাঙালি মুসলমানের নির্যাতন না জানার কথা নয়। নির্যাতিত হিন্দুদের যে আশ্রয় দিয়েছিল ভারত তাও জানা উচিত। কিন্তু তা সত্ত্বেও দাঁত বার করে ‘বাংলা পক্ষ’ মার্কা ন্যাকামির অভ্যাস গেল না"। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব তথাগত রায়। ট্যুইট এবং পাল্টা ট্যুইটে তিনি নিজের বক্তব্যকে বিনা সংকোচে সকলের সামনে তুলে ধরেন।
ভদ্রতায় সভ্যতায় সংস্কৃতিতে বাঙালির মুখে কষিয়ে থাপ্পড় মারলো পাশের রাজ্য ওড়িশা। রাজনীতির পালাবদল হলো। কিন্তু কোন রক্তপাত নেই। বোমা নেই। ঘর পোড়ানোর গন্ধ নেই। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নেই। বরং এক নবীনের সঙ্গে আর নবীনের মধুর সম্পর্ক আছে।
— Tathagata Roy (@tathagata2) June 22, 2024
বাংলার সব থেকে বড় মিথ্যা বোধহয়… pic.twitter.com/YQTSywoHCS
কিন্তু ষণ্ডসংস্কৃতির ধারক বিজেপি অনুগামী Hindian পদলেহী আবালবৃদ্ধ বাঙালি রামছাগলগুলো তো আরও নিকৃষ্ট।
— Birupaksha (@ntzyxsil) June 22, 2024
একটি ভূতপূর্ব বাঙালি গভর্ণরকে দেখে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা সত্যিই আতঙ্কিত।
ছবি দেখে তো নেহাত খোকা মনে হচ্ছে না । অতএব পূর্ব পাকিস্তান / বাংলাদেশে বাঙালি হিন্দুর উপর বাঙালি মুসলমানের নির্যাতন না জানার কথা নয়। নির্যাতিত হিন্দুদের যে আশ্রয় দিয়েছিল ভারত তাও জানা উচিত। কিন্তু তা সত্ত্বেও দাঁত বার করে ‘বাংলা পক্ষ’ মার্কা ন্যাকামির অভ্যাস গেল না।
— Tathagata Roy (@tathagata2) June 22, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us