আসামে ভয়াবহ বন্যা, বিপাকে ৩২,৪০০ মানুষ

আসামের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। রাজ্যের বিভিন্ন এলাকায় অনেক নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও বন্যার কারণে মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
flood.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশের বেশিরভাগ অংশে ভয়াবহ বৃষ্টি হচ্ছে। এদিকে এই ভয়াবহ বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন সকলে। ভয়াবহ বৃষ্টির কারণে এবার আসামেও বন্যার (Assam Flood) পরিস্থিতি তৈরি হয়েছে। আসামেরবিশ্বনাথমহকুমায়প্রায়৩২,৪০০মানুষসমস্যার মধ্যে পড়েছেন।  বিশ্বনাথমহকুমার৪৭টিগ্রামএখনওজলেরনিচেরয়েছে। এদিকেবন্যারজলে ডুবে গিয়েছে ৮৫৮হেক্টরফসলিজমি।