বাড়ছে মাটির প্রদীপের চাহিদা, কমছে চাইনিজ লণ্ঠনের বাজার

মাটির প্রদীপ আমাদের ভারতীয় সংস্কৃতির এক অঙ্গ। দীপাবলির শুভ দিনে প্রত্যেকটি বাড়িতে এই মাটির প্রদীপ জ্বালানো হয়। সুতরাং, মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে।

author-image
Adrita
New Update
য

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কালিপুজো বা দীপাবলির শুভ সময়ে আমদের সব ভারতীয় বাড়িতেই মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। তবে বেশ কয়েক বছর কালিপুজোর বাজার দখল করে ছিল চাইনিজ লণ্ঠন। এক মাটির প্রদীপের কারিগরের কথায় " গত বছরের তুলনায় এ বছর বাজার ভালো রয়েছে। চাইনিজ লণ্ঠনের চাহিদা কমেছে এবং মাটির প্রদীপ বেশি বিক্রি হচ্ছে। আমরা সাধারণত দীপাবলির অন্তত ৫-৬ দিন আগে কাজ বন্ধ করে দিই। কিন্তু এই বছর, এখনও আমরা প্রদীপ তৈরি করে চলেছি অনেক বেশি চাহিদার কারণে। "

hiren

hiring.jpg