অদূর ভবিষ্যতেও কি মণিপুরে শান্তি ফিরবে?

দফায় দফায় সংঘর্ষের কারণে কেঁপে উঠেছে মণিপুর (Manipur)। তবে সংঘর্ষের মাঝেও শান্তির বার্তা দিচ্ছেন মণিপুরের রাজনীতিবিদরা। এখন তাঁরা একটা কথাই বলছেন, ‘ভুলে যাও এবং ক্ষমা করো।‘

author-image
SWETA MITRA
New Update
manipur.jpg



নিজস্ব প্রতিনিধিঃ দফায় দফায় সংঘর্ষের কারণে কেঁপে উঠেছে মণিপুর (Manipur)। তবে সংঘর্ষের মাঝেও শান্তির বার্তা দিচ্ছেন মণিপুরের রাজনীতিবিদরা। এখন তাঁরা একটা কথাই বলছেন, ‘ভুলে যাও এবং ক্ষমা করো।‘

manipur 2.jpg

যদিও ইম্ফল পশ্চিমের সুগনু এবং আশেপাশের এলাকায় বিক্ষিপ্ত ঘটনা এখনও অব্যাহত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি জঙ্গি ঘনিষ্ঠদের খুঁজে বের করে এনকাউন্টার করছে।  এএনএম নিউজের কাছে খবর আছে যে, সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল সংখ্যক জঙ্গি মণিপুরে প্রবেশ করেছে।

manipur 3.jpg

এদিকে রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিভাজন এখনও বড় আকারে চলছে। দফায় দফায় সংঘর্ষে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এছাড়া অবাধে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় মানুষ এখনও আতঙ্কে রীতিমতো কাঁপছেন। একদিকে যখন উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে অস্থিরতা চলছে এবং সরকার পরিবর্তন বা রাষ্ট্রপতি শাসনের দাবিতে ব্যাপক শোরগোল চলছে, তখন স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় একেবারে বিস্মিত। মণিপুরের বাসিন্দাদের মতে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অবিলম্বে অপসারণ করা উচিত।