শহরে পা রাখতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

বৃহস্পতিবার শহরে আসছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
ZXCVBNM,

নিজস্ব সংবাদদাতা: ক্রীড়া প্রেমীদের জন্য দারুন সুখবর। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার শহরেই থাকছে নাইট আর্মির দল। সব ঠিক থাকলে তাদের অনুশীলন শুরু হবে ১৫ মার্চ থেকে। সেই জন্যই ১৪ মার্চ শহরে আসছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা।

publive-image
এইদেশের সব ক্রিকেটারেরা বৃহস্পতিবারেই চলে আসবেন শহরে। শুধু শ্রেয়স আইয়ার পরবর্তীকালে যোগ দেবেন দলে। তিনি এখন রঞ্জি ফাইনালের প্রস্তুতি নিতে ব্যস্ত।

publive-image
এবার দলে নেই জেসন রয়। সেই ধাক্কা সামলে উঠে আইপিএল খেলার প্রস্তুতি নিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স।