BREAKING: ভারতীয় সংবিধান, এবার অন্য ভাষা! এই রাজ্যের জন্য গর্ব

মণিপুরবাসীর জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। টুইট করে এক বিশেষ ঘোষণা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী। ক্লিক করে জেনে নিন এখানে।

New Update
dew

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের জন্য গর্বের এক দিন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন টুইট করে জানান যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সংবিধানকে মিতেই মায়েক লিপিতে অনুবাদ করা হবে এবং প্রকাশ করা হবে। এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুধুমাত্র মণিপুরের লিপিকে তুলে ধরছে তা নয়, তার পাশাপাশি মনিপুরের ভাষাকে ভারতীয় সংবিধানের দোরগোড়ায় পৌঁছে দেবে।

hiring.jpg