নিজস্ব সংবাদদাতা: মণিপুরের জন্য গর্বের এক দিন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন টুইট করে জানান যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সংবিধানকে মিতেই মায়েক লিপিতে অনুবাদ করা হবে এবং প্রকাশ করা হবে। এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুধুমাত্র মণিপুরের লিপিকে তুলে ধরছে তা নয়, তার পাশাপাশি মনিপুরের ভাষাকে ভারতীয় সংবিধানের দোরগোড়ায় পৌঁছে দেবে।
Manipur CM N Biren CM tweets, "In a historic moment, the Constitution of India will be published in Meetei Mayek script. This landmark achievement not only promotes the Manipuri script but also gives the speakers of Manipuri language or Meiteilon a door to the Indian… pic.twitter.com/LQHgmfF8hb